খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
“যে বই পড়ে না, তার মধ্যেমর্যাদাবোধ গড়ে উঠে না” এই শ্লোগানে পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদেরঐতিহ্যবাহী উৎসব বৈসাবি (বৈসু-সাংগ্রাই-বিজু) উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলারঅগ্রসর চিন্তার কেন্দ্র হুয়াঙ বোই-ও-বা’র উদ্যোগে আজ ৮ এপ্রিল রবিবার বিকাল৩টা হতে স্বনির্ভরস্থ হুয়াঙ বোই-ও-বা প্রাঙ্গনে ৫ দিন ব্যাপী বই মেলা শুরুহচ্ছে। আগামী ১২ এপ্রিল পর্যন্ত এ বই মেলা চলবে।
উক্ত বই মেলাকে সার্থক করার লক্ষ্যে জেলার শিক্ষক, বুদ্ধিজীবি, সাংবাদিকসহ সকল বইপ্রেমীদের মেলায় অংশগ্রহণ করার জন্যবিনীতভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য যে, ১৯৮৫ সাল থেকে হুয়াঙ বোই-ও-বা বই মেলার আয়োজন করে আসছে। এবারে ১০ম বইমেলা অনুষ্ঠিত হচ্ছে।