খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি জেলা সদরের আলুটিলা পাহাড় নামার সময় পুলিশের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে আমর্ড পুলিশ বাহিনীর ৭ সদস্য আহত হয়েছে । শনিবার সন্ধ্যায় চাদপুরের উপজেলা নির্বাচনী নিরাপত্তা দায়িত্ব পালন শেষে খাগড়াছড়ি ফেরার পথে এ দুর্ঘটনা শিকার হয় তারা।
আহতরা হলেন- হাবিলদার মোঃ আবু ইউসুফ(৬০), শহিদুল ইসলাম(২৬), মোঃ মোর্শেদ(২৪), মোঃ নুরুন্নবী(২৭), মোঃ জুয়েল(২৩), মোঃ দেলোয়ার(২৫), মোঃ হাসানুর(২০) । তারা সকলেই খাগড়াছড়ি মহালছড়ির আর্মড পুলিশ ৬ষ্ট ব্যাটালিয়নের কর্মরত ছিলেন । দুর্ঘটনা কবলিত যাত্রী বাস নং চট্টমেট্রো-চ-১৭৮২ বলে জানা গেছে ।
মহালছড়ির আর্মড পুলিশ ৬ষ্ট ব্যাটালিয়নের কর্মরত এসআই মোঃ ইউসুফ জানান, চাদপুরের রিক্যুজিশন করা যাত্রীবাহী বাস ফিরে আসার পথে আলুটিলা নামক স্থানে দুর্ঘটনা শিকার হয়ে ৭জনের অধিক আর্মড পুলিশ সদস্য আহত হয়। ঘটনা শুনার সাথে সাথে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে ।