খাগড়াছড়ি ।। খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের গিরিফুলের দয়ারাম পাড়ায় নতুন করে সেনা ক্যাম্প স্থাপন করার খবর পাওয়া গেছে।
জানা যায়, গত কয়েকদিন ধরে টাঁবু খাটিয়ে সেনা সদস্যরা সেখানে অবস্থান করে আসছিল। আজ বৃহস্পতিবার (২৪ মে ২০১৮) সকালে ক্যাম্প নির্মাণের উদ্দেশ্যে সেখানে এক গাড়ি বাঁশ নিয়ে যাওয়া হয়েছে। এলাকাবাসী ধারণা করছেন সেখানে স্থায়ীভাবে সেনা ক্যাম্প নির্মাণ করা হতে পারে।
পার্বত্য চুক্তি অনুসারে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহারের শর্ত থাকার পরও নতুন করে সেনা ক্যাম্প স্থাপনে এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক মুরুব্বী সিএইচটি নিউজ ডটকমকে বলেন, বেশ কয়েকদিন ধরে সেনাবাহিনী এলাকায় টহলের নামে ঘরবাড়ি তল্লাশিসহ নানাভাবে জনসাধারণের উপর হয়রানি করছে। নতুন করে এখানে ক্যাম্প স্থাপন করা হলে জনগণের উপর নিপীড়ন-নির্যাতন আরো বেড়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
——————-
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।