খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের তাড়িয়ে দিয়ে ভোটকেন্দ্রের দরজা বন্ধ করে সেনাবাহিনীর সদস্যরা নৌকা মার্কায় জাল ভোট প্রদান করেছে বলে অভিযোগ করেছেন ভোটাররা।
ওই কেন্দ্রে ভোট দিতে যাওয়া কয়েকজন ভোটার জানান, আজ সকাল ৮টা থেকে এলাকার ভোটাররা ভোট দেয়ার জন্য কেন্দ্রে গিয়ে উপস্থিত হন। কিছু সময় ভোট গ্রহণ করা হলেও পরে ব্যালট পেপার শেষ হওয়ার কথা বলে কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ রেখে আবার কয়েকটি ব্যালট পেপার নিয়ে এসে কয়েকজনের ভোট গ্রহণের পর আবার বন্ধ রাখা হয়। এভাবে করতে করতে বিকাল ৩টার সময় সেনাবাহিনী-বিজিবি-পুলিশসহ আ্ওয়ামী লীগের এক লোক কেন্দ্রে এসে উপস্থিত হলে সেনা সদস্যরা ভোটারদের কেন্দ্র থেকে তাড়িয়ে দেয়। এরপর ভোটকেন্দ্রের দরজা বন্ধ করে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সেনা সদস্যরা জাল ভোট প্রদান করে।
এ সময় ভোটাররা প্রতিবাদ করলেও কোন কাজ হয়নি বলে তারা জানান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়।
——————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।