খাগড়াছড়ি প্রতিনিধি : সেনাবাহিনী ও সংস্কারবাদী জেএসএস সন্ত্রাসীরা খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাহাড়িদের দোকানপাট বন্ধ করে দিচ্ছে বলে খবর পাওয়া গেছে।
আজ শনিবার (১১ আগস্ট ২০১৮) সকাল ৯টায় খাগড়াছড়ি সদর জোন থেকে একদল সেনা সদস্য গিয়ে ২নং প্রকল্প গ্রামের সাধন চাকমার দোকানটি বন্ধ করে দিয়েছে। এ সময় সেনারা পানছড়ি বাজার না খোলা পর্যন্ত এলাকার সকল দোকানপাট বন্ধ থাকবে বলে হুমকি দেয়।
এর আগে গত ৬ আগস্ট একইভাবে সংস্কারবাদী সন্ত্রাসীরা অস্ত্রের ভয় দেখিয়ে জুরমরং(১৭ নম্বর), শিবমন্দির ও ছোটনালা এলাকায় পাহাড়িদের দোকানপাট বন্ধ করে দিয়েছে বলে এলাকার জনগণ অভিযোগ করেছেন।
এলাকার কয়েকজন মুরুব্বী অভিযোগ করে বলেন, সংস্কারবাদী জেএসএস সন্ত্রাসীরা দেওয়ান পাড়া ক্যাম্পের পাশে সশস্ত্রভাবে অবস্থান করে জনগণের ওপর অত্যাচার করলেও সেনাবাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উল্টো সাধারণ জনগণকে নানা হয়রানি করছে।
———————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।