খাগড়াছড়ি : ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে পথসভা করেছে গণতান্ত্রিক যুব ফোরাম।
আজ ১ এপ্রিল ২০১৮, রবিবার বিকালে খাগড়াছড়ি সদরের দক্ষিণ খবংপুজ্জ্যা, মুনিগ্রাম, শিবমন্দির ও গিরিফুল এলাকায় এসব পথসভা অনুষ্ঠিত হয়।
বিকাল ৫টায় খাগড়াছড়ি পৌরসভার দক্ষিণ খবংপুজ্জ্যা এলাকায় রাস্তার পাশে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর থানা শাখার সহ-সভাপতি জীবন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা।
এর আগে বিকাল ৪টায় খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া ইউপি’র মুনিগ্রামে পথসভা অনুষ্ঠিত হয়। এছাড়া ৫:৩০টায় শিবমন্দির ও সন্ধ্যা ৬টায় পেরাছড়া ইউপি’র গিরিফুল এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি সদর থানা শাখার সাধারণ সম্পাদক অতুল চাকমার সঞ্চালনায় এসব পথসভায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য রতন স্মুতি চাকমা ও পিসিপি’র জেলা সাংগঠনিক সম্পাদক রুপেশ চাকমা।
পথসভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে আজ কোন গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান নেই। সারা দেশে নারী ধর্ষণ, খুন, গুম, অপহরণ উদ্বেগজনকহারে বেড়ে চলেছে। কিন্তু এসবের কোন সুষ্ঠু বিচার হচ্ছে না।
তারা বলেন, সরকার দমন-পীড়ন চালিয়েও পার্বত্য চট্টগ্রামে ন্যায়সঙ্গত পূর্ণস্বায়ত্তশাসনের আন্দোলন দমন করতে ব্যর্থ হয়ে সন্ত্রাসী বাহিনী সৃষ্টি করে খুন-অপহরণের মতো ঘৃণ্য সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
বিলাইছড়িতে দুই মারমা তরুণীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দিয়ে জড়িত সেনা সদস্যদের রক্ষা করতে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে অপহরণ করা হয়েছে বলে বক্তারা অভিযোগ করেন।
বক্তারা রামগড়ে বিজিবি কর্তৃক প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার ছিঁড়ে দেয়ার নিন্দা ও প্রতিবাদ জানান।
উল্লেখ্য, আগামী ৫ এপ্রিল গণতান্ত্রিক যুব ফোরামের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সংগঠনটি ১ এপ্রিল হতে ৬ এপ্রিল পর্যন্ত খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় আলোচনা সভা, সমাবেশ ও র্যালি’র কর্মসূচি ঘোষণা করেছে।
——————-
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।