খাগড়াছড়ির বেতছড়িতে ৪ ব্যক্তিকে মারধর করেছে দুর্বৃত্তরা

0
1

খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদর উপজেলার বেতছড়ি খৃষ্টান পাড়ায় জেএসএস(এমএন লারমা) নামধারী কতিপয় দুর্বৃত্ত মাতাল অবস্থায় ৪ ব্যক্তিকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে দু’জনকে মারাত্মক আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি ২০১৮) বিকাল আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার ব্যক্তিরা হলেন- সাবেক মেম্বার সত্য ব্রত চাকমা, গুলো চাকমা, রুবেল চাকমা ও রিকুমণি চাকমা।

স্থানীয়রা জানান, আজ সকালে খৃষ্টান পাড়ায় উক্ত ব্যক্তিদের বাড়িতে ভাতের অর্ডার দেয় জেএসএস(এমএন লারমা)-এর কয়েকজন কর্মী। কিন্তু তাদের রুচি অনুযায়ী খাবার পরিবেশনে ব্যর্থ হওয়ায় তারা ক্ষুব্ধ হয়। এ নিয়ে তারা বিভিন্নভাবে তাদেরকে গালিগালাজ করতে থাকে। পরে বিকাল ৩টার দিকে জেএসএস(এমএন লারমা) কর্মীরা মদ খেয়ে মাতাল অবস্থায় আবারো খৃষ্টান পাড়ায় গিয়ে উক্ত ব্যক্তিদের মারধর করে। সুনীতি ও গরম বাবু নামে পরিচিত জেএসএস-এর দুই কর্মী এই ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
——————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.