খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ার ফরেস্ট টিলার একটি বিয়ে অনুষ্ঠান থেকে আজ শুক্রবার (১ জুন ২০১৮) সকালে দুই যুবককে অপহরণ করেছে সংস্কারপন্থী জেএসএস সন্ত্রাসীরা। অবশ্য পরে একজনকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
অপহৃতরা যুবকরা হলেন- ভাইবোন ছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নুঅ পাড়া (৩নং প্রকল্প গ্রাম) বাসিন্দা কামিনী মোহন চাকমার ছেলে জিংকু চাকমা(১৮) ও ধর্মজ্যোতি চাকমার ছেলে সুভাষ চাকমা (১৮)।
জানা যায়, জিংকু ও সুভাষ চাকমা ফরেস্ট টিলায় তাদের এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে কাজের সহায়তা করার জন্য গিয়েছিলেন। সেখান থেকে আজ সকাল সাড়ে ১১টার দিকে সাধন চাকমার নেতৃত্বে সংস্কারপন্থী সন্ত্রাসীরা তাদের অপহরণ করে নিয়ে যায়।
পরে বেলা ১টার দিকে সন্ত্রাসীরা সুভাষ চাকমাকে ছেড়ে দিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
——————-
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।