খাগড়াছড়ির ভাইবোন ছড়া থেকে দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া ইউনিয়নের দেওয়ান পাড়া থেকে তিলক চাকমা ওরফে কেমিন (৩০) ও সাধু চাকমা (৩০) নামে দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা দু’জনই জেএসএস(এমএন লারমা)-এর সদস্য বলে জানা গেছে।
আটককৃতদের মধ্যে তিলক চাকমা দেওয়ান পাড়ার বাসিন্দা সমীরণ চাকমার ছেলে ও সাধু চাকমা একই গ্রামের মঙ্গলরাজ চাকমার ছেলে।
জানা যায়, রবিবার (১১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে তিলক চাকমা ও সাধু চাকমা স্থানীয় দেওয়ান পাড়া দোকানে অবস্থান করছিলেন। এ সময় একদল সেনা সদস্য সেখানে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে নিয়ে যায়। আটকের পর তাদেরকে খাগড়াছড়ি সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। কি কারণে তাদেরকে আটক করা হয়েছে তা জানা সম্ভব হয়নি।
—————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।