খাগড়াছড়ি : খাগড়াছড়ি সদর উপজেলার হরিণাথ পাড়া এলাকার তালুকদার পাড়ায়(বারেঙ্যা ছড়া) নব্য মুখোশ বাহিনীর ২ সন্ত্রাসীকে সাথে নিয়ে সেনাবাহিনী কার্বারীর বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ২০১৭) বিকাল ৪টার সময় খাগড়াছড়ি সদর জোন ও স্থানীয় জঙ্গলী টিলা সেনা ক্যাম্প থেকে একদল সেনা সদস্য গিয়ে এ তল্লাশি চালায়। এ সময় সেনাদের সাথে নব্য মুখোশ বাহিনীর ২ সন্ত্রাসীও ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
যাদের ঘরবাড়িতে তল্লাশি চালানো তারা হলেন- তালুকার পাড়ার কার্বারী ধর্ম কুমার তালুকদার (৭২), সমি রঞ্জন চাকমা(৫৫), কান্দরী চাকমা(বিধবা), মধু সুদন চাকমা(২৫), অরুণ চাকমা(৩৫)। এছাড়াও আরো কয়েক জনের বাড়িতে তল্লাশি চালানো হলেও তাদের নাম পাওয়া যায়নি।
তল্লাশিকালে সেনারা ‘ইউপিডিএফ কর্মীরা কোথায়? কারা তাদের ভাত খাওয়ায়’– ইত্যাদি জিজ্ঞাসা করে। পরে চলে যাবার সময় ইউপিডিএফ কর্মীদের ধরিয়ে দিতে হবে বলে শাসিয়ে যায়।
এরপর সন্ধ্যা ৬টার দিকে খাগড়াছড়ি সদর জোন থেকে আবারো ৩ পিকআপ সেনা সদস্য নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসী তুজিম চাকমাকে সাথে নিয়ে উক্ত স্থানে যায় এবং বিনা কারণে অতর্কিতে ব্রাশ ফায়ার করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। সন্ধ্যা ৭টায় খবর পাওয়া পর্যন্ত সেখানে অবস্থান করছিল।
————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।