Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি সরকারী কলেজে বাস সার্ভিস চালু, ছাত্রাবাস নির্মাণ ও নতুন বিষয়ে অনার্স কোর্স চালুর দাবিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে। আজ ১২ নভেম্বর সকাল ১১টায় পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি কলেজ শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি কলেজের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে চেঙ্গী স্কোয়ারে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সেখানে অনুষ্ঠিত সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি কলেজ শাখার সভাপতি সুভাষ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজ শাখার সহ সাধারণ সম্পাদক ক্রইংজনা মারমা ও প্রসেজিত ত্রিপুরা।
বক্তারা বলেন, কলেজ বাস চালু না হওয়ার কারণে অনেক শিক্ষার্থী কলেজে আসা-যাওয়ার পথে নানা দুর্ভোগের শিকার হচ্ছে। তাছাড়া কলেজে ছাত্রাবাস না থাকায় যারা দূরবর্তী এলাকা থেকে কলেজে পড়তে আসেন তারা থাকা-খাওয়া ইত্যাদিতে নানা সমস্যায় সম্মুখীন হচ্ছে। বক্তারা অবিলম্বে কলেজ বাস চালু ও ছাত্রাবাস নির্মাণের দাবি জানান।
এছাড়া বক্তারা কলেজে আরো নতুন বিষয়ে অনার্স কোর্স চালু এবং রাষ্ট্র বিজ্ঞান ও ইতিহাস বিভাগে আসন বৃদ্ধিরও দাবি জানান।