খাগড়াছড়ি : সংস্কারবাদী জেএসএস সন্ত্রাসী কর্তৃক ৪ গ্রামবাসীকে অপহরণের প্রতিবাদে ও তাদের দ্রুত উদ্ধারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী খাগড়াছড়ি-পানছড়ি সড়ক বন্ধ করে দিয়েছে। পেরাছড়া, শিবমন্দির এলাকায় শত শত নারী-পুরুষ রাস্তায় নেমে এসেছে।
উল্লেখ্য, আজ ১৩ আগস্ট ২০১৮ দুপুরে ভাইবোনছড়ার দেওয়ান পাড়ায় সেনা সহায়তায় অবস্থানকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে ফেরার পথে শহরের মহাজন পাড়া থেকে তুকাই ত্রিপুরা, সুকেন্দু ত্রিপুরা, মসা ত্রিপুরা ও সিন্দুরায় ত্রিপুরাকে অপহরণ করে সংস্কারবাদী জেএসএস সন্ত্রাসীরা।
এরই প্রতিবাদে এলাকার বিক্ষুব্ধ নারী-পুরুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে।
এদিকে, সেনাবাহিনীর সদস্যরা বিক্ষুব্ধ লোকজনকে দমনের চেষ্টা করলে সেনাদের সাথে এলাকাবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে বলে জানা গেছে।
——————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।