খাগড়াছড়ি পার্বত্য জেলার পরিবর্তে ‘খাগড়াছড়ি জেলা’ লিখতে সরকারী নির্দেশ জারি
খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি পার্বত্য জেলার পরিবর্তে সরকারী সবক্ষেত্রে ‘খাগড়াছড়ি জেলা’ লেখার জন্য সরকারী নির্দেশ জারি করা হয়েছে। গত ১ নভেম্বর খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখা থেকে সরকারী বিভিন্ন দফতরে ইস্যুকৃত গোপন সার্কুলারের(যার স্মারক নং-০৫.০২২.৪৬০০.০০.০০.০১১.১২-৩৯) মাধ্যমে এ নির্দেশ প্রদান করা হয়।
“জেলার নাম শুদ্ধভাবে লিপিবদ্ধকরণ প্রসঙ্গে” বিষয়ের প্রেক্ষিতে সার্কুলারে লেখা হয়, ‘…প্রজ্ঞাপন নং-এমইআর/জেএ১১/৭৬/৮৩-৩৪৮, তারিখ ১৩ অক্টোবর ১৯৮৩ খ্রিঃ মোতাবেক ‘খাগড়াছড়ি পার্বত্য জেলা’ এর পরিবর্তে সরকারী সবক্ষেত্রে ‘খাগড়াছড়ি’ ব্যবহার/লেখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সার্কুলারে স্বাক্ষর করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়েল সহকারী কমিশনার (গোপনীয়) অঞ্জন কুমার সরকার।