খাগড়াছড়ি পার্বত্য জেলার পরিবর্তে ‘খাগড়াছড়ি জেলা’ লিখতে সরকারী নির্দেশ জারি

0

খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি পার্বত্য জেলার পরিবর্তে সরকারী সবক্ষেত্রে খাগড়াছড়ি জেলা লেখার জন্য সরকারী নির্দেশ জারি করা হয়েছে। গত ১ নভেম্বর খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখা থেকে সরকারী বিভিন্ন দফতরে ইস্যুকৃত গোপন সার্কুলারের(যার স্মারক নং-০৫.০২২.৪৬০০.০০.০০.০১১.১২-৩৯) মাধ্যমে এ নির্দেশ প্রদান করা হয়।
জেলার নাম শুদ্ধভাবে লিপিবদ্ধকরণ প্রসঙ্গে বিষয়ের প্রেক্ষিতে সার্কুলারে লেখা হয়, …প্রজ্ঞাপন নং-এমইআর/জেএ১১/৭৬/৮৩-৩৪৮, তারিখ ১৩ অক্টোবর ১৯৮৩ খ্রিঃ মোতাবেক খাগড়াছড়ি পার্বত্য জেলা এর পরিবর্তে সরকারী সবক্ষেত্রে খাগড়াছড়ি ব্যবহার/লেখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সার্কুলারে স্বাক্ষর করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়েল সহকারী কমিশনার (গোপনীয়) অঞ্জন কুমার সরকার।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More