খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে
সিএইচটি নিউজ ডটকম
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হবে। ভোটগ্রহণ চলাকালে দুপুর ২টা পর্যন্ত বড় ধরনের অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।
খবংপুড়িয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে ভোটারদের যথেষ্ট উপস্থিতি দেখা গেছে। লাইনে দাঁড়িয়ে ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
দুপুরে স্বতন্ত্র মেয়র প্রার্থী কিরণ মারমাকে খবংপুড়িয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি পরিদর্শন করতে দেখা গেছে। অন্যান্য্য প্রার্থীরাও কেন্দ্র পরিদর্শন করেছেন।
খাগড়াছড়ি পৌরসভায় ৩৩ হাজার ৬১৯ জন ভোটার রয়েছে। তম্মধ্যে ১৯১২২ জন পুরুষ আর ১৪ হাজার ৪৯৭ জন মহিলা। ভোট কেন্দ্র ১৭টি ও ভোট কক্ষের সংখ্যা ৮৫টি।
———————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।