খাগড়াছড়ি॥ খাগড়াছড়ি ব্রিগেড কমান্ডারের সাথে কুখ্যাত সন্ত্রাসী, খুনী ও বিভিন্ন মামলার পলাতক আসামী তপন জ্যোতি চাকমা ওরফে বর্মার গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত খাগড়াছড়ি ব্রিগেড সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে একটি বিশ^স্ত ও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
বৈঠকে বর্মার সাথে আলাপন নামে জেএসএস সংস্কারবাদী দলের এক সদস্যও উক্ত উপস্থিত ছিলেন। তার বাড়ি পানছড়ি। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে তার একটি দোকান রয়েছে। তবে মূলত: তিনি আর্মিদের গোপন সোর্স হিসেবে কাজ করেন।
বৈঠকে এজেন্ডা হিসেবে অপহৃত মন্টি চাকমা ও দয়াসোনা চাকমার ভাগ্য নির্ধারণ, আর্মিদের কাছে আশ্রয় নেয়া জেএসএস সংস্কারবাদী গ্রুপের সদস্য পরাণ চাকমার হাতে থাকা অস্ত্র ও গোলাবারুদ, এবং শহীদ ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমা প্রসঙ্গ ছিল বলে সূত্রটি জানিয়েছে।
তবে এ সব বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে তা তিনি জানাতে পারেননি।
—————-
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।