খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলা সদরের শাপলা চত্বর এলাকা থেকে পানছড়ি উপজেলার এক ইউপি সদস্যকে অপহরণ করেছে সেনাসৃষ্ট নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা। গতকাল রবিবার ( ২ জুন ২০১৮) দুপুরে তাকে অপহরণ করা হয় বলে জানা গেছে।
অপহৃত ইউপি সদস্যের নাম জগদানন্দ ত্রিপুরা(৪৫)। তিনি রেজুমনি পাড়ার কার্বারীও। তার পিতার নাম গণেশ চন্দ্র ত্রিপুরা।
জানা গেছে, জগদানন্দ ত্রিপুরা তার এক সঙ্গীসহ গতকাল সকালে পানছড়ি থেকে খাগড়াছড়ি বাজারে আসেন। দুপুর পৌনে ১২টার দিকে সেনাসৃষ্ট সন্ত্রাসীদের বর্তমান সর্দার জলেয়্যা চাকমা ওরফে তরুর নেতৃত্বে একদল সন্ত্রাসী শাপলা চত্বর এলাকা থেকে তাকে অপহরণ করে তেঁতুলতলার দিকে নিয়ে যায়। পরে তার সঙ্গীকে ছেড়ে দিলেও তাকে ছেড়ে দেওয়া হয়নি।
আজ সোমবার পর্যন্ত তার কোন খোঁজ-খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তার আত্মীয়-স্বজন ও পরিবারের লোকেরা।
———————
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।