খাগড়াছড়ি সরকারি কলেজে পাহাড়ি ছাত্র পরিষদের নবীন বরণ
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ি: বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার উদ্যোগে আজ ২৪ আগস্ট রবিবার কলেজের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“নবীনদের চেতনা হোক জাতীয় অস্তিত্ব রক্ষার লড়াইয়ের হাতিয়ার”এই শ্লোগানকে সামনে রেখে সকাল সাড়ে ১১টায় কলেজের ৩০২ নং হল রুমে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে পিসিপি’র কলেজ শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেসীম চাকমার সভাপতিত্বে ও অর্থ সম্পাদক নিকাশ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর সংগঠক অলকেশ চাকমা, পিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিটন চাকমা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অংকন চাকমা। খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার দপ্তর সম্পাদক রিয়েল ত্রিপুরা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শুরুতে নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়।
এরপর নবীনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন খাগড়াছড়ি সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী চামেলী মারমা। অনুষ্ঠানে তিন শ’র মতো ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ছাত্ররাই দেশ ও জাতির ভবিষ্যত। তাই পড়ালেখার পাশাপাশি জাতীয় অস্তিত্ব সম্পর্কেও ছাত্র-ছাত্রীদেরকে সচেতন হতে হবে। মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদেরকে আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এবং সমাজ বিনির্মাণের কাজে ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরো বলেন, খাগড়াছড়ি সরকারি কলেজ সহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শাসকশ্রেণী পরিকল্পিতভাবে বিভাজন তৈরি করে পাহাড়ি-বাঙালি ছাত্রদের মধ্যে নানা সমস্যা সৃষ্টিতে তৎপর রয়েছে। এর থেকে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
বক্তারা পার্বত্য চট্টগ্রামে সকল ধরনের নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে ও জাতীয় অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সামিল হওয়ার জন্য নবীন ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানান।
———
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।