খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর গাড়িতে গোবর ও পরিত্যক্ত জুতা-সেন্ডেলনিক্ষেপ করে প্রতিবাদ জানিয়েছে বিক্ষুব্ধ জনতা। আজ শনিবার দুপুরে খাগড়াছড়ি আসার পথে তিনি জনতার রোষানলে পড়েন। বিক্ষুব্ধ জনতা গুইমারা, মাটিরঙ্গা, আলুটিলা ও খাগড়াছড়ি সদরসহ বিভিন্নজায়গায় তার গাড়িকে লক্ষ্য করে গরুর গোবর ও পরিত্যক্তজুতা-সেন্ডেল নিক্ষেপ করে এবং জুতার মালা পরিহিত কুশপুত্তলিকা প্রদর্শন করে। পরে দুপুর ১২টার দিকে কড়া পুলিশ প্রহরায় তিনি খাগড়াছড়িতে এসে পৌঁছেন।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারী থেকে তিন দফা মূলতবীর পর ভূমি কমিশনের চেয়ারম্যান খাদেমুল ইসলাম চৌধুরী আগামী ১০ ও ১১ জুন পূনরায় শুনানীর তারিখ ধার্য করেছেন। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সংগঠন কমিশনের এই এক তরফা শুনানী কার্যক্রম বাতিলের দাবিতে প্রতিবাদ জানিয়ে আসছে। গণতান্ত্রিক যুব ফোরাম গত ২৩ ও ২৪ মে তিন পার্বত্য জেলায় সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করে। এরপরও খাদেমুল ইসলাম চৌধুরী এক তরফা শুনানী কার্যক্রম বাতিল না করায় গণতান্ত্রিক যুব ফোরাম গত ৩১ মে এক সমাবেশ থেকে খাদেমুল ইসলাম চৌধুরীকে পার্বত্য চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করে। এরপর এই প্রথম তিনি জনতার রোষানলে পড়লেন।