ঢাকা ।। খুলনা বিশ্ববিদ্যায় (খুবি) এর শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিহিংসামূলক শাস্তি প্রত্যাহার এবং প্রশাসনের ঢাকা দুর্নীতি তদন্তের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন “বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক”। বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) এতে সংহতি প্রকাশ করেছে।
আজ বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১ দুপুর সাড়ে ১২টায় ঢাবি রাজু ভাস্কর্যে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশে সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা লুৎফা নেত্রা সঞ্চালনায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিন উদ্দিন খান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বাংলা বিভাগের অধ্যাপক সিরাজুল সালেটিন, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন, ইংরেজি বিভাগের শিক্ষক তাসলিম সিরাজ মাহবুব, অর্থনীতি বিভাগের শিক্ষক রোসাদ ফরিদি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষিক সৌম্য সরকার।
এতে সংহতি জানিয়ে আরও বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়া, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মহিউদ্দিন প্রমূখ।
এছাড়াও অনেক ছাত্র-শিক্ষক-অভিভাবক সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।