গণতান্ত্রিক অধিকার কমিটির তথ্যানুসন্ধান দল খাগড়াছড়ি সফর করবে

0


ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

গণতান্ত্রিক অধিকার কমিটির পক্ষ থেকে একটি তথ্যানুসন্ধান দল আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) খাগড়াছড়ি সফর করবে।

গতকাল (৮ অক্টোবর) কমিটির ফেসবুক পেইজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

দলটি খাগড়াছড়িতে ধর্ষণের ভুক্তভোগীর পরিবার, সেনাবাহিনী ও সেটলার বাহিনীর হামলার শিকার ও নিহত ভুক্তভোগীর পরিবার পরিদর্শন করবে, ক্ষয়ক্ষতির স্থান পরিদর্শন করবে। পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ সুপার, স্থানীয় প্রেসক্লাব ও সিভিল সার্জনের সাথে সাক্ষাৎ করে খাগড়াছড়ির উদ্ভুত পরিস্থিতি সংক্রান্ত তথ্য উদঘাটন ও বিশ্লেষণ করবে।

দলে যুক্ত থাকবে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য: চিকিৎসক ড. হারুন উর রশীদ, একটিভিস্ট মারজিয়া প্রভা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এর সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সদস্য নজরুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ছায়েদুল হক নিশান, গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সত্যজিৎ বিশ্বাস এবং জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা ৷

খাগড়াছড়ি থেকে ফিরে আসার পর গণতান্ত্রিক অধিকার কমিটির তথ্যানুসন্ধান দলের প্রাপ্ত তথ্য জনসম্মুখে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More