গণতান্ত্রিক যুব ফোরামের কাউখালী থানা শাখার কাউন্সিল সম্পন্ন
সিএইচটি নিউজ ডটকম
কাউখালী(রাঙামাটি): “দাসত্বের চেয়ে মৃত্যুই শ্রেয়, সামাজিক অবক্ষয় রোধে যুব সমাজকে আদর্শিকভাবে সংগঠিত করতে যুব ফোরামের পতাকাকে উর্ধেব তুলে ধরুন” এই শ্লোগানে গণতান্ত্রিক যুব ফোরামের কাউখালী থানা শাখায় ২য় কাউন্সিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় কাউখালী উপজেলার বেতবুনিয়ায় ইউপিডিএফ কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে কেলিন চাকমার সভাপতিত্বে ও অংচি মারমার সঞ্চালনায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন যুব ফোরামের ইউপিডিএফ কাউখালী ইউনিটের সংগঠক পুলক চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য থুইক্যচিং মারমা, হিল উইমেন্স ফেডারেশনের কাউখালী থানা শাখার সাধারণ সম্পাদক নীতিশোভা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের কাউখালী থানা শাখার সভাপতি কংচাই মারমা
কাউন্সিলে কেলিন চাকমাকে সভাপতি, অংচি মার্মাকে সাধারণ সম্পাদক এবং পাইশিহ্লা মার্মাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট গণতান্ত্রিক যুব ফোরামের কাউখালী থানা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অনুমোদন ও শপথ বাক্য পাঠ করান গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য থুইক্যচিং মার্মা।
—————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।