
গুইমারা প্রতিনিধি ।। খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের শনখোলা পাড়া এলাকা থেকে সেনাবাহিনী কর্তৃক ইউপিডিএফের এক সদস্যসহ ৪ জনকে আটকের খবর পাওয়া গেছে।
আটককৃতরা হলেন- ইউপিডিএফ সদস্য দুর্জয় চাকমা (৩২) এবং মানিকছড়ি রেম্রাপাড়া এলাকার অংথই মারমা (২২), পিতা-থোঅংগ্য মারমা; কংচাই মারমা (১৯), পিতা- মৃত সাথেয়াই মারমা ও চাইহ্লা মারমা (১৯), পিতা- লাব্রেচাই মারমা।
গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই ২০২১) দিবাগত রাতে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. এমরান হোসেনের নেতৃত্বে একদল সেনা সদস্য তাদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায় এবং সেখানে তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়।
পরে তাদের হাতে অস্ত্র গুজে দিয়ে ছবি তোলে আজ শুক্রবার তাদেরকে গুইমারা থানায় হস্তান্তর করে মিথ্যা অস্ত্র মামলা দিয়ে খাগড়াছড়ি জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।