
গুইমারা প্রতিনিধি ।। খাগড়াছড়ির গুইমারা উপজেলারধীন ২নং হাফছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের কালাপানি পাড়া ও তবলা পাড়ায় সেনাবাহিনী কর্তৃক অন্তত ১০ গ্রামবাসীকে মারধর, দুই জনের বাড়িতে তল্লাশি ও ১ জন আটকের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে আটক ব্যক্তিকে দীর্ঘ ৬ ঘন্টা পর মুক্তি দেওয়া হয় বলে জানা গেছে।
জানা যায়, গতকাল সোমবার (৩ জানুয়ারি ২০২২) রাতে গুইমারা ব্রিগেড ও বাটনাতলী সেনা ক্যাম্প থেকে একদল সেনা সদস্য কালাপানি ও তবলা পাড়ায় হানা দেয়। রাত ৮টার সময় সেনারা কালাপানি গ্রামের বাসিন্দা মোটর সাইকেল চালক রাপ্রুচাই মারমাকে আটক করে। পরে রাত ১২টার সময় সেনারা অংগ্য মারমা ও রিপ্রু মারমার বাড়িতে তল্লাশি চালায়।
এ সময় সেনারা মোটর সাইকেল চালক সাথোয়াই প্রু মারমা, মংক্যচিং মারমা ও অংসা মারমা এবং সাধারণ খেটে খাওয়া ম্রাসাউ মারমা, আতাহ মারমা, রাজু মারমা, চিনুমং মারমা এবং বুদং পাড়া থেকে আরো ২ জনকে মারধর করে।
সেনা সদস্যরা তবলা পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদেরকে হুমকি দেয় এবং বিদ্যালয়ে ভাংচুরের চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
সেনারা আটক রাপ্রুচাই মারমাকে দীর্ঘ ৬ ঘন্টর ২টায় ছেড়ে দেয় বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন