গুইমারার গোঁয়েইছড়িতে এক ব্যক্তিকে গুলি করে হত্যা
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ির জেলার নবগঠিত গুইমারা উপজেলার সিন্দুকুছড়ি ইউনিয়নের গোঁয়েইছড়িতে অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসীরা জ্যোতি বিকাশ চাকমা (৩৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। গতকাল ২ জুলাই বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত জ্যোতি বিকাশ চাকমা গোঁয়েইছড়ি গ্রামের মৃত সূর্য চাকমার ছেলে। তিনি ভাড়ায় মোটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে সশস্ত্র সন্ত্রাসী গোঁয়েইছড়ি গ্রামে জ্যোতি বিকাশ চাকমার বাড়িতে গিয়ে তার উপর গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁকে হত্যার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়।
———–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।