গুইমারার তিন শহীদের সম্মানে রামগড় উপজেলায় শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
খাগড়াছড়ির গুইমারা উপজেলা সদরের রামসু বাজারে গত ২৮ সেপ্টেম্বর সেনা-সেটলার কর্তৃক সাম্প্রদায়িক হামলার সময় সেনাবাহিনীর নির্বিচার গুলিতে শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মৃতির প্রতি শোক ও সম্মান জানিয়ে “শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদের” ঘোষিত কর্মসূচির সমর্থনে আজ ৪ নভেম্বর ২০২৫ খ্রিঃ রামগড় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়েছে।

রামগড় উপজেলার অন্তু পাড়া জুনিয়র হাই স্কুল, গুজা পাড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, গুজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আচলং পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, হাচুখ পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, লাচারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তৈচাকমা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাতারাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজার চৌধুরী পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বৈদ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা এই কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে।






সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
