গুইমারা ।। খাগড়াছড়ির গুইমারায় আওয়ামী লীগের স্থানীয় এক নেতা বিল্ডিং তুলে দেয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লোকজনের কাছ থেকে জনপ্রতি এক হাজার টাকা করে নিচ্ছেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের হাফছড়ি ইউনিয়নের নেতা ও উক্ত ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার অংগ্যজাই মারমা সহজ সরল গ্রামবাসীদের বলছেন, যে এখন তাকে এক হাজার টাকা দেবে আওয়ামী লীগ তাকে পরে বিল্ডিং অর্থাৎ পাকা ঘর তুলে দেবে।
এই প্রতিবেদক অনুসন্ধানে ৬ জনের নাম জানতে পেরেছে যারা অংগ্যজাই মারমাকে এক হাজার টাকা করে দিয়েছেন।
এরা হলেন মৃত পাদ্রাসাচাই মারমার ছেলে চাইপ্রু মারমা (৭০), কাজাঅং মারমার ছেলে চাইহ্লাঅং মারমা (৫০), রুইউ মারমার তিন সন্তান পাইচিং মারমা (৪০), চাইথোইপ্রু মারমা (৩৫) ও আনুমং মারমা (৩২) এবং ক্যাজাই মারমার ছেলে রেদা মারমা (৪৫)। তারা সবাই হাফছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ছোট পিলাক গ্রামের বাসিন্দা।
তারা গত নভেম্বর মাসে প্রত্যেকে অংগ্যজাই মারমাকে এক হাজার টাকা করে দেন। টাকা দেয়ার পর তাদেরকে কোন রশিদ দেয়া হয়নি বলে তারা জানান।
উক্ত ৬ ব্যক্তি ছাড়া আরও অনেকের কাছ থেকে অংগ্যজাই টাকা নিয়ে থাকতে পারেন বলে তাদের ধারণা।
অংগ্যজাই মারমার সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি টাকা নেয়ার কথা স্বীকার করে গ্রামবাসীদের ‘পরীক্ষা করে দেখছেন’ বলে জানান।
—————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।