গুইমারা : খাগড়াছড়ির গুইমারায় সেটলার কর্তৃক এক পাহাড়ি নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার (১৫ আগস্ট ২০১৮) দুপুর ১২টায় রামেসুর বাজারে এই ঘটনা ঘটে।
এলকাবাসীর সূত্রে জানা যায়, আজ দুপুরে গুইমারার হাতিমুড়া থেকে মোঃ বেলাল হোসেন নামে এক সেটলার রামেসু বাজারে গিয়ে মদ খোঁজার নামে ওই নারীর বাড়িতে যায়। এ সময় একা পেয়ে দুর্বৃত্ত বেলাল হোসেন ওই নারীকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এতে ইজ্জ্বত বাঁচানোর জন্য ধস্তাধস্তির এক পর্যায়ে দুর্বৃত্তটি ওই নারীকে গলাচেপে ধরে মুখে জোরে আঘাত করলে তার একটি দাঁত ভেঙ্গে যায়।
পরে ওই নারীর চিৎকার শুনে প্রতিবেশী লোকজন ছুটে এসে দুর্বৃত্ত বেলাল হোসেনকে হাতেনাতে ধরে ফেলে এবং গণধোলাই দিয়ে পরে তাকে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
——————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।