গুইমারায় চার গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি
গুইমারা: খাগড়াছড়ির গুইমারা উপজেলার তৈমাতাই ১নং রাবার বাগান এলাকায় চার গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
যাদের বাড়িতে তল্লাশি চালানো হয় তারা হলেন- ১, সুরেশ বরুণ ত্রিপুরা (গ্রাম প্রধান), বয়স:৫৫, পিতা- মৃত নন্দ কুমার ত্রিপুরা, ২. সুধী রন্জন ত্রিপুরা (৩৫), পিতা- মৃত পূর্ণ জয় ত্রিপুরা, ৩. আপ্রুসি মারমা (৩২)
পিতা- আতাং মারমা, ৪.আপ্রুমং মারমা (২৭), পিতা- ঐ।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, গতকাল রবিবার (১৭ জুলাই ২০১৬) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মাটিরাঙ্গা জোন থেকে এক দল সেনা সদস্য তৈমাতাই ১নং রাবার বাগান এলাকায় পাহাড়িদের গ্রামে হানা দেয়। এ সময় সেনারা ইউপিডিএফ-এর নেতা-কর্মীদের নাম ধরে খোঁজ করে এবং লোকজনকে ঘুম থেকে তুলে অনুমতি ছাড়া বাড়িতে প্রবেশ করে। সেনারা প্রথমে সুরেশ বরুণ ত্রিপুরার বাড়ি ঘেরাও করে তন্ন তন্ন করে তল্লাশি চালায়। সেখানে কাউকে না পেয়ে পরে তারা পার্শ্ববর্তী অপর তিন গ্রামবাসীর বাড়িতেও তল্লাশি চালায়। কিন্তু তল্লাশির পরও অবৈধ কিছু না পেয়ে সেনারা জোনে ফিরে যায়।
উল্লেখ, গত ১১ জুন ভোররাতে একই কায়দায় সেনাবাহিনী ঐ এলাকায় পাহাড়িদের ১২টি বাড়িতে তল্লাশি চালিয়েছিল।
সেনাবাহিনীর বার বার এহেন আচরণের কারণে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
—————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।