গুইমারায় ধর্ষণের শিকার এক পাহাড়ি মেয়ে
সিএইচটি নিউজ ডটকম
গুইমারা: খাগড়াছড়ির গুইমারায় সেটলার বাঙালি কর্তৃক এক পাহাড়ি মেয়ে (১৭) ধর্ষণের শিকার হয়েছে। গুইমারা সেনা ব্রিগেডের পার্শ্ববর্তী ফজর পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, গতকাল সোমবার সকালে ওই মেয়েটি বাড়ির পার্শ্ববর্তী স্থানে গরু চরাতে গিয়ে নিঁখোজ হয়ে যায়। অনেক খোঁজাখুজির পর আজ মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার দিকে ওই এলাকার পার্শ্ববর্তী জঙ্গল থেকে মেয়েটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। মেয়েটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ও ধর্ষণের আলামত রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পরে মেয়েটির জ্ঞান ফিরলে তাকে ধর্ষণকারীদের মধ্যে মজিদ নামে এক সেটলার যুবককে চিনতে পেরেছে বলে জানায়।
এদিকে, উদ্ধারের পর রাতে মেয়েটিকে চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নিতে চাইলে গুইমারা ব্রিগেডের সেনারা হাসপাতালে নিতে দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। সেনারা ভিকটিম মেয়েটি ও তার আত্মীয়-স্বজনকে ব্রিগেডে নিয়ে যায় এবং তারা মেয়েটিকে চিকিৎসা করবে বলে জানায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০টা) বিস্তারিত আর জানা সম্ভব হয়নি।
——————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।