গুইমারা : খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউয়িনের কুকিছড়া গ্রামে একটি নির্মাণাধীন বৌদ্ধ বিহার (জেতবন বৌদ্ধ বিহার) ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। গ্রামবাসীরা বেশ কয়েকদিন ধরে উক্ত বিহারটি নির্মাণ কাজ করছে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, আজ রবিবার (২৪ জুন ২০১৮) সকাল ৯টায় নাক্যাপাড়া ক্যাম্পের কমাণ্ডার জনৈক ওয়ারেন্ট অফিসারের নেতৃত্বে একদল সেনা সদস্য কুকিছড়া গ্রামে গিয়ে গ্রামের কার্বারী এচিং মারমাসহ দোকানে থাকা ১০-১২ জন পাহাড়িকে বিহারের স্থানে নিয়ে গিয়ে নির্মাণাধীন বিহারটি ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়। এতে কার্বারী বলেন, ধর্মীয় রীতিতে বিহার নির্মাণ করলে ভেঙ্গে ফেলার নিয়ম নেই। তাই আমরা ভাঙতে পারবো না আপনারা পারলে ভেঙ্গে দেন। তার এ জবাব শুনে ওয়ারেন্ট অফিসার ‘আমরা ভেঙ্গে ফেললে সমস্যা হবে’ বলে মন্তব্য করে সেখানে উপস্থিত লোকজনকে আগামীকাল (সোমবার) হাফছড়ি ইউপি চেয়ারম্যানসহ মিটিং করা হবে বলে জানান। এরপর সেনা সদস্যরা ক্যাম্পে ফিরে যায় স্থানীয়রা জানিয়েছেন।
——————
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।