Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
গুইমারা: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গুইমারা থানাধীন বাইল্যাছড়ির কবুতরছড়া এলাকায় গতকাল ২ আগস্ট শুক্রবার রাতে পুলিশ সদস্য কর্তৃক এক পাহাড়ি নারীকে (২০) ধর্ষণ চেষ্টার খবর পাওয়া গেছে।
জানা যায়, বাইল্যাছড়ি কবুতরছড়া যাত্রী ছাউনির পাশে বাইল্যাছড়ি গ্রামের বাসিন্দা মংপাই মারমার একটি দোকান রয়েছে। পরিবার-পরিজন নিয়ে তিনি সেখানেই অবস্থান করেন। শুক্রবার রাত ৮টার সময় গুইমারা থানার টহলরত পুলিশ সদস্য (কনস্টেবল) বকুল মংপাই মারমার দোকানে গিয়ে পাশের রান্নাঘরে ঢুকে তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ প্রচেষ্টা চালায়। পরে এ ঘটনা টের পেয়ে মংপাই মারমার ছোট ভাই মংহ্লাপ্রু মারমা এগিয়ে গিয়ে তাকে রক্ষা করেন। এ সময় পুলিশ সদস্যটি দৌঁড়ে পালিয়ে যায়।
এ ঘটনা জানাজানি হওয়ার পর গুইমারা থানার পুলিশ কর্মকর্তারা মংপাই মারমার দোকানে এসে এ বিষয়ে আপোষ মীমাংসার চেষ্টা করেন বলে জানা গেছে।
—–