গুইমারায় মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত-১, আহত-২

0
12

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
Road acdientখাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা থানার  নাক্রাই এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় মাথায় প্রচন্ড আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে ফলে এক পাহাড়ি গৃহবধু নিহত হয়েছে।

মংগলবার বিকেলে বিএনপি’র ডাকা সড়ক অবরোধের কারনে গুইমারা বাজার থেকে বাচিং মারমার স্ত্রী উক্রাবাই মারমা(৩৫) ভাড়ায় চালিত মোটর সাইকেলে করে নিজ বাড়ীর উদ্দেশ্যে সিন্দুকছড়ি যাওয়ার পথে এ ঘটনা শিকার হয় । এছাড়া এ দুর্ঘটনায় সিন্দুকছড়ি ইউনিয়নের দেবলছড়ি পাড়ার বাসিন্দা চাথোয়াই মারমা ছেলে হ্লাব্রেই মারমা(৩১) ও মোটর সাইকেল চালক সাথোয়াই প্রু মারমা(৩৬) আহত হলেও প্রাণে রক্ষা পায়।

গুইমারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্তী জানান, গুইমারা বাজার হতে মোটর সাইকেল যোগে যাওয়ার পথে পড়ে গিয়ে দুর্ঘটনা কবলিত হয় । পরে আহত ব্যক্তিদের প্রতিবেশীদের সহযোগীতায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হলে চিকিৎসারত অবস্থায় উক্রাবাই মারমার মৃত্যু হয় ।

খাগড়াছড়ি সদর থানার তদন্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার সত্যতা নিশ্চিত করেছেন । গুইমারা থানায় কোন অভিযোগ না থাকায় মামলা হয়নি ।
——————

সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.