গুইমারায় শান্তিপূর্ণ মিছিল-সমাবেশে হামলা-আটকের নিন্দা ও প্রতিবাদ পিসিপি’র

0

খাগড়াছড়ি : বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা এক বিবৃতিতে আজ শনিবার (২৩ ডিসেম্বর ২০১৭) গুইমারায় পিসিপি’র শান্তিপূর্ণ মিছিল-সমাবেশে সেনা-পুলিশের হামলা ও ২ জনকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সরকার চরম চরম ফ্যাসিবাদী মূর্তিতে আবির্ভূত হয়েছে। পার্বত্য চট্টগ্রামে এ ফ্যাসিবাদী থাবা আরো বেশি বিস্তার লাভ করেছে। শান্তিপূর্ণ সভা-সমাবেশের ওপর সেনা-প্রশাসনের হামলা-হস্তক্ষেপ প্রতিনিয়ত চলছে। আজকে গুইমারায় শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত অগণতান্ত্রিক সার্কুলার প্রত্যাহারসহ ৮ দফা বাস্তবায়নের দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ মিছিল-সমাবেশে সেনা-পুলিশের হামলা, রাবার বুলেট নিক্ষেপ ও ২ জনকে আটকের ঘটনা তারই প্রকৃষ্ট উদাহরণ।

বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে দমনপীড়নের মহোৎসবে মেতে ওঠেছে সেনা-প্রশাসন। প্রতিনিয়ত চলছে ধরপাকড়- নির্যাতন। দমনপীড়নের খড়গ শিক্ষার্থীদের ওপরও পড়ছে। ফলে শিক্ষার্থীদের আটক-নির্যাতনের মত ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। সরকার-শাসকগোষ্ঠীর ফ্যাসিবাদী থাবা কতদূর প্রসারিত হয়েছে তা শিক্ষা মন্ত্রণালয়ের অগণতান্ত্রিক সার্কুলার জারির মাধ্যমে স্পষ্ট হয়েছে।

বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে আটক ২ জন শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
—————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More