গুইমারা : শিক্ষা মন্ত্রাণালয়ের অগণতান্ত্রিক সার্কুলার প্রত্যাহারসহ পিসিপি’র ঘোষিত ৮ দফা বাস্তবায়নের দাবিতে আজ ২৩ ডিসেম্বর (শনিবার) গুইমারা উপজেলায় স্থানীয় পিসিপি কর্তৃক আয়োজিত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে বিনা উস্কানিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ হামলা, গ্রেফতার ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গুইমারা উপজেলায় সড়ক অবরোধ ডাক দিয়েছে পিসিপি গুইমারা উপজেলা শাখা।
পিসিপি’র উপর পুলিশ ও সেনাবাহিনীর বিনা উস্কানিতে পরিকল্পিতভাবে হামলা, গ্রেফতারের প্রতিবাদ ও আটককৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে উপজেলায় দুই ঘন্টা সড়ক অবরোধের সত্যতা সিএইচটিনিউজ ডটকমকে ফোনে নিশ্চিত করেছেন পিসিপি গুইমারা উপজেলা শাখার সভাপতি অভি চাকমা।
তিনি ২ ঘন্টাব্যাপী (বেলা ২টা থেকে ৪টা) সড়ক অবরোধ সফল করার লক্ষে খাগড়াছড়ি জেলাধীন সকল যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনের কাছ থেকে আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
_________
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।