নান্যাচর প্রতিনিধি ।। রাঙামাটির নান্যাচর উপজেলার ঘিলাছড়িতে ইউপিডিএফ’র দুই সদস্যকে আটকের খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ সোমবার (২১ জানুয়ারি) বিকাল ৩টার সময় ইউপিডএফ’র সদস্য বোধিসত্ত চাকমা ওরফে পিপুল(৩২) ও অটল চাকমা (২৯) সাংগঠনিক কাজে বেতছড়ি এলাকা থেকে মোটর সাইকেল যোগে কুদুকছড়ি যাচ্ছিলেন। যাবার পথে ঘিলাছড়ি ক্যাম্পের সামনে পৌঁছলে ওই ক্যাম্পের সেনা সদস্যরা তাদের বহনকারী মোটর সাইকেল গতিরোধ করে তাদেরকে আটক করে।
তবে আটকের পর তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি।
———————
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।