
চট্টগ্রাম ।। চট্টগ্রামে পুলিশ কর্তৃক আটক গণতান্ত্রিক যুব ফোরামের বন্দর থানা শাখার সাধারণ সম্পাদক জিকো চাকমাকে গতকাল বুধবার (১৪ এপ্রিল ২০২১) কারাগারে প্রেরণ করা হয়েছে। পুরোনো কয়েকটি মিথ্যা মামলায় তাকে আটক দেখানো হয়েছে বলে জানা গেছে।
গত মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে চট্টগ্রামের নিউমুরিং এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।
আটকের পর রাতে তাকে নিউমুরিং থানায় রাখার পর পরদিন (বুধবার) আদালতে নেওয়া হয়। পুলিশ তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাঙামাটির কয়েকটি পুরোনো মামলা উত্থাপন করে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
বর্তমানে তাকে চট্টগ্রাম কারাগারে রাখা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে পুলিশ তাকে চট্টগ্রাম থেকে আটক করেছিল। সে সময় মিথ্যা মামলায় দীর্ঘ ৯ মাসের অধিক কারাভোগ করার পর তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।