চট্টগ্রামে গণতান্ত্রিক যুব ফোরামের বায়েজীদ ও চাঁন্দগাও থানা শাখার যৌথ কাউন্সিল সম্পন্ন
সিএইচটি নিউজ ডটকম
চট্টগ্রাম : ‘ভূমি ও জাতীয় অস্থিত্ব রক্ষার্থে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজ ঐক্যবদ্ধ হোন’ এই শ্লোগানে গণতান্ত্রিক যুব ফোরাম বায়েজিদ থানা শাখা ও চান্দগাঁও থানা শাখার ৩য় যৌথ কাউন্সিল
শুক্রবার (২২ জানুয়ারী) সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর ইসলামাবাদী মেমোরিয়াল হলে অনুষ্ঠিত কাউন্সিলে গণতান্ত্রিক যুব ফোরামের চান্দগাঁও থানা শাখা সভাপতি শুভ চাক-এর সভাপতিত্বে ও সুকৃতি চাকমার সঞ্চালনায় শুরুতে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। কাউন্সিল শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরাম চান্দগাঁও থানা শাখার সদস্য অমর বিকাশ চাকমা। এছাড়া অন্যন্যের মধ্যে আরো বক্তব্য রাখেন পিসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা সাধারণ সম্পাদক সুনয়ন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন এর চট্টগ্রাম মাহানগর শাখার সদস্য সচিব মিতা চাকমা, পিসিপি’র মহানগর শাখার সভাপতি বিপুল চাকমা, হিল উইমেন্স ফেডারেশন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিনা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম মহানগরের সভাপতি বিজয় চাকমা, পিসিপি’র সাবেক কেন্দ্রীয় কমিটির সভাপতি থুইক্যচিং মারমা ও ইউপিডিএফ এর সংগঠক রিকো চাকমা।
কাউন্সিলে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের শাসকগোষ্ঠী যুব সমাজকে বিভিন্নভাবে ধ্বংসের ষড়যন্ত্র চালাচ্ছে। শাসক গোষ্ঠী এক দেশে দুই শাসন চালাচ্ছে, পার্বত্য চট্টগ্রামে এক শাসন ও সমতলে এক শাসন।
ইউপিডিএফ সংগঠক রিকো চাকমা তার বক্তব্যে বলেন, আমাদের অধিকার ও দাবি সুস্পষ্ট। আমরা এদেশে সম্মানজনকভাবে বাঁচতে চাই, তাই সকলকে ঐক্যদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করতে হবে। এ জন্য যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সরকারকে তীব্র সমালোচনা করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয় কর্তৃক জারিকৃত গণবিরোধী ‘১১দফা নির্দেশনা’ প্রমাণ করে সরকার ফ্যাসিস্ট কায়দায় পার্বত্য চট্টগ্রামকে শাসন করতে চায়।
এরপর দ্বিতীয় অধিবেশনে সবার সম্মতিক্রমে সুকৃতি চাকমাকে সভাপতি, নিকন চাকমাকে সাধারণ সম্পাদক ও সুপ্রিয় চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট বায়েজিদ থানা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। অপরদিকে শ্যামল মিত্র চাকমাকে সভাপতি, অমর বিকাশ চাকমাকে সাধারণ সম্পাদক ও সুখেন্দু চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট চান্দগাঁও থানা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। উভয় কমিটিকে শপথ বাক্য পাঠ করান, গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি বিজয় চাকমা।
——————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।