চট্টগ্রামে দুই ছাত্রকে সন্তু গ্রুপের সন্ত্রাসীদের হুমকি
চট্টগ্রাম প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
চট্টগ্রামে সন্তু গ্রুপের সন্ত্রাসীরা দুই ছাত্রকে হুমকি দিয়ে বলেছে, ‘আরেকবার ইউপিডিএফ-এর মিছিলে গেলে মৃত্যুদন্ড দেয়া হবে।‘ আজ ৩১ অক্টোবর বুধবার বিকালে চট্টগ্রামের শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিটের ছাত্র সোহাগ চাকমা ও নিটেল চাকমাকে ডেকে সন্তু গ্রুপের সন্ত্রাসীরা এই হুমকি দেয়।
জানা যায়, সন্তু গ্রুপের ৪ জন সন্ত্রাসী সোহাগ চাকমা ও নিটেল চাকমাকে চট্টগ্রামের রহমান নগরে ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে সন্তু গ্রুপের সন্ত্রাসীরা তাদের কাছ থেকে গত পরশু অর্থাৎ ২৯ অক্টোবর ইউপিডিএফ সমর্থিত পিসিপির আয়োজিত মিছিলে গিয়েছে কিনা জিজ্ঞেস করে। এর উত্তরে সোহাগ ও নিটেল বলে তারা মিছিলে গিয়েছে এবং তারা ইউপিডিএফকে সমর্থন করে। এরপর বাবলু চাকমা তাদেরকে হুমকি দিয়ে বলে যে, আরেকবার যদি ইউপিডিএফের মিছিলে যাও তাহলে তোমাদের মৃত্যুদন্ড দেয়া হবে। বাবলু চাকমার বাড়ি রাঙামটির বন্দুকভাঙা এলাকায় বলে জানা গেছে।
উল্লেখ্য, চট্টগ্রামে সন্তু গ্রুপের হুমকি-ধামকি-নির্যাতন দিন দিন বেড়ে যাচ্ছে। তারা গত এক বছরে ডজন খানেক অপহরণের ঘটনা ঘটিয়েছে। এছাড়া তাদের কর্তৃক অপহৃত লেনিন চাকমার এখনো কোন খোঁজ পাওয়া যায়নি।