চট্টগ্রাম কারাগারে আরো একজন বমের মৃত্যু

ভান লাল রোয়াল বম। ছবি: সংগৃহিত
চট্টগ্রাম, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় ভান লাল রোয়াল বম (৩৫) নামে আবারো একজন বম জাতির নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি বান্দরবানের রৌনিন পাড়ার রৌপির বমের ছেলে। এ নিয়ে এখন পর্যন্ত কারাগারে ৩ জন বমের মৃত্যু হলো।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) সকাল ৮টায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ভান লাল রোয়াল বম সাধারণ খেটে খাওয়া মানুষ ছিলেন। সেনাবাহিনী সদস্যরা তাকে আটক করে ২০২৪ সালের এপ্রিলে রুমা ও থানচিতে সংঘটিত ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের মিথ্যা মামলায় জড়িত করে কারাগারে পাঠিয়ে দেয়। এরপর থেকে তিনি কারাগারে বন্দি অবস্থায় ছিলেন।
উল্লেখ, বান্দরবানে কেএনএফ দমনের নামে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে গণগ্রেফতারের শিকার হয়ে নারী-শিশুসহ বম জাতিসত্তার শতাধিক লোক কারাবন্দি অবস্থায় রয়েছেন।
বম জাতিসত্তার ওপর অন্যায় গ্রেফতারের প্রতিবাদে এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, মানবাধিকার কর্মীরা বিবৃতি প্রদান, বিক্ষোভ প্রদর্শন করলেও সরকার-রাষ্ট্র এই বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করছে না। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর বহু অপরাধী কারাগার থেকে মুক্তি পেলেও নিরপরাধ বমদের মুক্তি দেওয়া হচ্ছে না।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।