চন্দনাইশে বান্দরবানের ৬ পাহাড়িকে গ্রেফতার করেছে সেনাবাহিনী

অনলাইন ডেস্ক, সিএইচটি নিউজ
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা থেকে সেনাবাহিনী ৬ পাহাড়িকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা সবাই বান্দরবানের কুহালং ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের আমতলী বাজারের পার্শ্ববর্তী একটি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মংসানু মারমা (৩৮), মনুচিং মারমা (৪০), লুকুম (৩৬), লুসাই মারমা (৩০), চাইসাও (৪০) ও চাচিংপ্রু (৩৮)। তারা সবাই বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের চেমি ডলুপাড়া এলাকার বাসিন্দা।
চেমি ডলুপাড়ার সীমান্ত হচ্ছে চন্দনাইশ রিজার্ভ ফরেস্ট এলাকা। ধারণা করা হচ্ছে শিকারের জন্য তারা ওই রিজার্ভ ফরেস্ট এলাকায় গিয়েছিলেন।

সংগৃহিত ছবি
সেনাবাহিনীর বরাত দিয়ে মিডিয়ায় প্রকাশিত খবরে জানা যায়, সোমবার সকালে স্থানীয়রা তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে। পরে চন্দনাইশ সেনা ক্যাম্পে দায়িত্বরত ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল উক্ত ৬ জনকে গ্রেফতার করে। সেনাবাহিনী তাদের কাছ থেকে ‘অস্ত্র, গুলি, দা” ইত্যাদি উদ্ধারের কথা জানিয়ে তাদেরকে “সন্ত্রাসী” হিসেবে উল্লেখ করে।
তবে মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে সেনাবাহিনীর ‘উদ্ধারকৃত’ অস্ত্রটি একটি ‘গাদা বন্দুক’, যা পাহাড়িদের অনেকে শিকারের কাজে এ ধরনের বন্দুক ব্যবহার করে থাকে।
আটককৃতদের প্রাথমিক চিকিৎসার পর চন্দনাইশ থানায় হস্তান্তর করা হবে বলে জানান সেনা কমাণ্ডার আরেফ আসমার জয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।