চবি’তে জেএসএস মদদপুষ্ট দুবৃত্তদের হামলায় ২ ছাত্র আহত
সিএইচটি নিউজ ডটকম
চবি প্রতিনিধি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রদের উপর সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতির মদদপুষ্ট দুবৃত্তরা হামলায় চালিয়েছে। এতে ২ ছাত্র আহত হয়েছে। আজ (২ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২নং গেট সংলগ্ন এলাকায় (প্যাগোডার পাশে) এ ঘটনা ঘটে।
হামলায় ভাষা বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রিংকু চাকমাসহ সংস্কৃত বিভাগের প্রথম বর্ষের (নিরাপত্তার কারণে নাম প্রকাশ করা হলো না) এক ছাত্র আহত হন। গুরুতর আহত রিংকু চাকমাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
হামলায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের বহিরাগত ধনবিকাশ চাকমা ও মার্কেটিং বিভাগের মাস্টার্স এর ছাত্র রিতিশ চাকমা। মনসি চাকমা (ইতিহাস বিভাগ), মিন্টু চাকমা, ভূবন তংচঙ্গ্যা, ত্রিজিত চাকমা, প্রমতেশ চাকমা বাপ্পী, হিমেল চাকমা ও প্লেতো চাকমা সহ প্রায় ১৫-১৬ জন দুবৃত্ত হামলায় সরাসরি অংশ নেয়।
—————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।