আন্তর্জাতিক ডেস্ক : গতকাল (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে ভারতের অরুণাচল প্রদেশে এক শক্তিশালী ঘুর্ণিঝড় আঘাত হেনেছে। ঘুর্ণিঝড়ের আঘাতে চাকমা অধ্যুষিত অঞ্চল চাঙলাঙ (Changlang) ডিস্ট্রিক্ট এ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ছবি: ACN থেকে সংগৃহীত
ACN (Arunachal Chakma News) সূত্রে জানা যায় ঘুর্ণিঝড়ের সময় গাছের চাপা পরে অভয়পুর গ্রামের কালাচোগি চাকমা নামে ১৭ বছর বয়সি এক নারী ও ১ বছর বয়সি এক শিশু নিহত হয়েছে। ঘুর্ণিঝড়ের তাণ্ডবে প্রায় ২০০ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং সুপারি বাগান সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিসাধন হয়েছে বলেও জানা যায়।
আজ সকালে চাঙলাঙ এর বিজয়পুর গ্রামের এক স্থানীয় বাসিন্দার সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি সিএইচটিনিউজডটকমকে বলেন, ঘুর্ণিঝড়টির স্থায়ীত্ব ছিল আনুমানিক ২০ মিনিট। এই কুড়ি মিনিটেই পুরো এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। এখনো প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে। মাঝে মধ্যে বড়রকেমের শিলাবৃষ্টিও হচ্ছে।
ছবি : ACN থেকে সংগৃহীত
তিনি আরো জানান, গত প্রায় এক সপ্তাহ ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। স্থানীয় নোয়া দিহিং নদীর (Noa Dihing Rever) পানি বৃদ্ধি পেয়ে ব্যাপক অঞ্চল বন্যা প্লাবিত হয়েছে। এর ফলে বহু মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিচ্ছে।
আজ সকাল পৌঁনে ১১টায় এই প্রতিবেদকের সাথে কথা বলার সময়ও প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল বলে জানান তিনি।
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।