দিঘীনালা ও বাঘাইছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
গত ১৪ ডিসেম্বর দিঘীনালার কবাখালীতে চিগোন মিলা চাকমাকে হত্যাকারী সেটলারদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং বাঘাইছড়িতে পরিকল্পিতভাবে পাহাড়িদের উপর সেটলার হামলার প্রতিবাদে আজ ১৯ ডিসেম্বর দিঘীনালা ও বাঘাইছড়িতে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন যৌথভাবে এ অবরোধের ডাক দেয়। জনসংহতি সমিতিও (এমএন লারমা) এ অবরোধের পূর্ণ সমর্থন জানিয়েছে। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চলে। অবরোধ চলাকালীন উক্ত দুই উপজেলায় আভ্যন্তরীণ এবং দূরপাল্লার কোন যান চলাচল করেনি।
ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর দিঘীনালা ইউনিটের সংগঠক দেবদন্ত ত্রিপুরা ও বাঘাইছড়ি ইউনিটের প্রধান সংগঠক সমশান্তি চাকমা এক যৌথ বিবৃতিতে শান্তিপূর্ণভাবে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ সফল করায় এলাকার সর্বস্তরের জনগণ ও সকল যান মালিক সমিতির প্রতি ধন্যবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, সরকারের একটি বিশেষ মহল পার্বত্য চট্টগ্রামে অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম থেকে পাহাড়িদের উচ্ছেদের লক্ষ্যে সরকারী নানা ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিতভাবে পাহাড়িদের উপর এ ধরনের সাম্প্রদায়িক হামলা চালানো হচ্ছে। সকল ষড়যন্ত্র-চক্রান্ত সম্পর্কে সজাগ ও সতর্ক থাকার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
বিবৃতিতে তারা অবিলম্বে দিঘীনালায় চিগোন মিলা চাকমার হত্যাকারী ও বাঘাইছড়িতে পাহাড়িদের উপর হামলার সাথে জড়িত সেটলারদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ও পাহাড়িদের উপর সাম্প্রদায়িক হামলা বন্ধে প্রয়োজনীয় পদপে গ্রহণের জোর দাবি জানান।
উল্লেখ্য যে, অজ্ঞাত ব্যক্তির হাতে আব্দুস সাত্তার নামে এক বাঙালি যুবক নিহত হওয়াকে জের ধরে গত ১৪ ডিসেম্বর সেটলার বাঙালিরা হামলা চালিয়ে দিঘীনালার কবাখালীতে চিগোন মিলা চাকমাকে হত্যা ও বাঘাইছড়ির বিভিন্ন জায়গায় পাহাড়িদের উপর পরিকল্পিতভাবে হামলা চালায়।