অবরোধে সাধারণ মোটরসাইকেল ও অটোরিক্সা ব্যবহার করছে সেনাবাহিনী

জনগণের জরুরী কাজে চলাচলের ঝুঁকি তৈরীর আংশকা

0

খাগড়াছড়ি : সেনাবাহিনী সাধারণ মোটরসাইকেল ও ব্যাটারী চালিত অটোরিক্সা(টমটম) ব্যবহার করে সড়ক অবরোধপালনকারী পিকেটারদের ধাওয়া ও আটকের চেষ্টা করছে। এই ঘটনায় আরো ক্ষিপ্ত হয়েছে অবরোধ পালনকারীরা।

ইউপিডিএফ-এর অন্যতম সংগঠক মিঠুন চাকমাকে পরিকল্পিতভাবে নব্য মুখোশ বাহিনী দিয়ে হত্যা ও তাঁকে পার্টি অফিসে এনে শেষ শ্রদ্ধা নিবেদনে বাধাদানের প্রতিবাদে ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে আজ রবিবার দ্বিতীয় দিনের অবরোধ চলাকালে খাগড়াছড়ি সদরের নীলকান্ত পাড়া, ধর্মপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটা মোটর সাইকেল যোগে সিভিল পোশাকে দু’জন সেনাসদস্য সেখানে গেলে পিকেটাররা তাদের বুঝিয়ে ফেরত পাঠিয়ে দেয়। এর পর ব্যাটারী চালিত দুটি অটোরিক্সা (টমটম) যোগে একদল সাদা পোশাকধারী সেনাবাহিনীর সদস্য গিয়ে পিকেটারদের আটক করার চেষ্টা চালায়।

তাঁরা আরো জানান, এই পরিস্থিতিতে সেনাবাহিনী পাবলিক গাড়ি ব্যবহার করে পিকেটারদের বিরুদ্ধে এ্যাকশন নেয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। অবরোধকারীদের এভাবে উস্কানি দিয়ে উত্তেজিত করলে এতে করে সাধারণ জনগণের জরুরী কাজে চলাচলের ঝুঁকি তৈরী করবে।
__________
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More