জুরাছড়ি (রাঙামাটি), সিএইচটি নিউজ
শনিবার, ৮ জুলাই ২০২৩

রাঙামাটির জুরাছড়িতে সেনাবাহিনী কর্তৃক ৯ম শ্রেণির ছাত্র সহ দুই জনকে ক্যাম্পে ধরে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার (৭ জুলাই ২০২৩) সন্ধ্যার সময় জুরাছড়ি উপজেলা সদর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।
নির্যাতনের শিকার দু’জন হলেন- রুবেল চাকমা (১৫), পিতা- শান্তি রাজ চাকমা ও শান্তি চাকমা (২৪), পিতা-মারাঙ্গে চাকমা। তাদের উভয়ের বাড়ি উপজেলা সদর এলাকার আনন্দ পাড়ায় (লেবার পাড়া)। এর মধ্যে রুবেল চাকমা ৯ম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
জানা যায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে রুবেল চাকমা ও শান্তি চাকমা তাদের পাড়ার পার্শ্ববর্তী ভদ্রমাছড়া নামক একটি ছড়ায় কাঁকড়া ধরার সময় যক্ষাবাজার সেনা ক্যাম্পের জনৈক ওয়ারেন্ট অফিসারের নেতৃত্বে ১০-১৫ জনের একটি সেনাদল সেখান থেকে তাদেরকে ধরে ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পে নেয়ার পর সেনা সদস্যরা তাদের ওপর শারীরিক নির্যাতন করে।
পরে ভুক্তভোগীদের অভিভাবক ও গ্রামের মুরুব্বিরা সেনা ক্যাম্পে গেলে রাত ৯টার দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন