খাগড়াছড়ি প্রতিনিধি ॥ রবিবার থেকে টানা দুই দিনের বৃষ্টিতে খাগড়াছড়িতে প্রবল বন্যা দেখা দিয়েছে। সোমবার রাতে চেঙ্গী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আজ মঙ্গলবার ভোর থেকে খাগড়াছড়ি শহর এলাকায় পানি প্লাবিত হতে শুরু করে। ফলে শহরের খবংপুজ্জে, নারাঙহিয়াসহ বিভিন্ন এলাকায় শত ঘরবাড়ি পানিতে ডুবে গেছে।

সরেজমিনে ঘুরে দেখা দেখা যায়, টানা বৃষ্টির ফলে চেঙ্গী নদী ফুলেফেঁপে উঠেছে। খাগড়াছড়ি শহরের স্বনির্ভর বাজারের আশে-পাশে, নারাঙহিয়া, উত্তর, মধ্য ও দক্ষিণ খবংপুজ্জে, ফায়ার সার্ভিস, বাস টার্মিনাল, গঞ্জ পাড়াসহ বেশ কয়েকটি এলাকায় চেঙ্গী নদীর পানি প্লাবিত হয়েছে। এসব এলাকায় শত শত বাড়িঘর পানিতে ডুবে যাওয়ায় মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। অনেকে নিরাপদ আশ্রয়ে অন্যত্র সরে গেছেন।
এছাড়াও শহরের মিলনপুর, খাগড়াপুর এলাকায়ও বন্যার পানি প্লাবিত হয়েছে বলে জানা গেছে। জেলার দীঘিনালাসহ বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দেওয়ার খবর পাওয়া গেছে।
জলাবদ্ধ থাকায় সকাল থেকে খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, খাগড়াছড়ি-দীঘিনাল ও পানছড়ি সড়কেও যান চলাচল তেমন দেখা যায়নি। মানুষ প্রয়োজনীয় কাজে যাতায়াত করতে পারছে না। স্কুল-কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান প্রায় বন্ধ দেখা গেছে।
এভাবে আরো কয়েকদিন বৃষ্টি হলে পুরো খাগড়াছড়ি শহর ডুবে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে।
——————-
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।