ঢাকা : জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে গতকাল (২৯ জানুয়ারি ২০১৮) মন্ত্রী সভার বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর খসড়া অনুমোদনের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এই আইন জনগণের মুখ সেলাই করবার লক্ষ্যে এক ঘৃণ্য আইন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সংবিধানে জনগণের মতপ্রকাশের স্বাধীনতার যে সামান্য স্বীকৃতিটুকু ছিল ডিজিটাল নিরাপত্তা আইন- ১৮ এর মাধ্যমে তা উচ্ছেদ করা হলো।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের লুটেরা সন্ত্রাসী দুর্নীতিবাজ শাসকশ্রেণী কর্তৃক অর্থনীতি ক্ষেত্রে যে অবাধ লুন্ঠন চলছে সেই অবাধ লুন্ঠন নির্বিঘ্ন করতে দেশব্যাপী যে বেপরোয়া সন্ত্রাস জারী আছে এই ঘৃণ্য আইন তার নতুন সংযোজন।
নেতৃবৃন্দ ডিজিটাল নিরাপত্তা আইন- ২০১৮ বাতিলের দাবিতে আন্দোলন গড়ে তুলতে দেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তির প্রতি আহ্বান জানান।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।