
ঢাকা ।। ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ শুক্রবার (৫ নভেম্বর ২০২১) বিকেল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় মুক্তি কাউন্সিল।
সমাবেশ থেকে বাজারি শোষণ রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
সমাবেশে জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য দেলোয়ার হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক রিপন জ্যোতি চাকমা।
সভাপতির বক্তব্যে ফয়জুল হাকিম সরকার কর্তৃক ডিজেল-কেরসিনের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, বাজারি শোষণে জনগণ যখন দিশেহারা সেসময় ডিজেল-কেরোসিনের মূল্যবৃদ্ধি জনগণের উপর আরেক দফা হামলা।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বিদ্যুতের দাম, পরিবহন ভাড়া বৃদ্ধি, কৃষি ক্ষেত্রে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আরেক দফা মূল্যবৃদ্ধি হয়ে জনগণের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাবে।
সরকারি ব্যবস্থাপনায় বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি আহবান জানান।
সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন