ঢাকায় গোলটেবিল আলোচনা: ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের দাবি
পংকজ ভট্টাচার্য বলেন, আন্তমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত পরিবর্তন করে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ নিতে হবে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে অবিলম্বে সময়সূচি ভিক্তিক রোডম্যাপ ঘোষণা করতে হবে।
সঞ্জীব দ্রং বলেন, পার্বত্য চট্টগ্রামে মূল সমস্যা ভূমি সমস্যা। আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টার উপস্থিতিতে আন্তমন্ত্রনালয় সম্পর্কিত মিটিংএর সিদ্ধান্ত বদলে যাওটা অত্যন্ত দু:খজনক।
আলোচনা সভায় সচিবসহ ভূমি মন্ত্রনালয়ের কতিপয় কর্মকর্তার পরামর্শক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুসারে একতরফা ও বিতর্কিতভাবে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১-এর বিরোধাত্মক ধারা সংশোধনের উদ্যোগ অতিসত্বর বন্ধ করা এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটি ৪র্থ ও ৫ম সভা এবং আইনমন্ত্রীর সভাপতিত্বে ৩০ জুলাই ২০১২ অনুষ্ঠিত আন্ত: মন্ত্রণালয় সভায় গৃহীত সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ সংশোধন করা এবং বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়।