ঢাকা প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

মহান শিক্ষা দিবসে ঢাকায় শিক্ষা অধিকার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ( পিসিপি)।
আজ ১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার সকাল সাড়ে ৮ টায় ঢাকায় শিক্ষা ভবনের সম্মুখে শিক্ষা অধিকার চত্বরে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি অঙ্কন চাকমা ও সাধারন সম্পাদক অমল ত্রিপুরার নেতৃত্বে সংগঠনের একটি টিম শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এ সময় পিসিপি’র সভাপতি অঙ্কন চাকমা বলেন, ৬২’র শিক্ষা আন্দোলন ছাত্রদের অধিকার আদায়ের সংগ্রামে বিশেষ দিন। পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের ছাত্র সমাজের অধিকার অর্জনের অনুপ্রেরণার দিন। ২০১৭ সাল থেকে দেশে পার্বত্য চট্টগ্রামসহ ৫টি মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালু হলেও পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক এবং প্রশিক্ষণের অভাবে এই কার্যক্রমও আলোর মুখ দেখছে না।
তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে লংগদুতে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহিমকে হাইকোর্ট কতৃক জামিন দেয়া এবং কাপ্তাইয়ে ছয় সেনাসদস্য কর্তৃক এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শুধু তাই নয়, পার্বত্য চট্টগ্রামের শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে সেনা-গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করা হয়েছে।
তিনি পাহাড়ে সহপাঠী বোনদের সম্ভ্রম, নিরাপত্তা ও মান-সম্মত শিক্ষার অধিকার নিশ্চিত করতে এক হয়ে লড়াইয়ের আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন